কালিয়াকৈরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আলমগীর মোল্লা, হারেজ আলী ও আলতাব হোসেনের পাশাপাশি ৪টি ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরএস/আরআইএস/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।