দুই বছর আগে প্রকাশিত গ্রন্থ ‘২৪ এপ্রিল: হাজার প্রাণের চিৎকার’ এর ইংরেজি অনুবাদ নিয়ে শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় ওয়েবসাইটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে উদ্বোধন করবেন রানা প্লাজার শ্রমিক রুনা রানী দাস।
রুনা রাণী ইথারটেক্স লিমিটেড নামে রানা প্লাজার একটি গার্মেন্টে দুই মেয়ে সমাপ্তি ও প্রীতিসহ কাজ করতেন।
ওয়েবসাইটে নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের জীবনের গল্প, নিহতের তালিকা, অ্যাক্টিভিস্ট-লেখক-অর্থনীতিবিদদের লেখা-ছবি-গান-নাটক ও কার্টুন থাকবে।
গার্মেন্ট শ্রমিক সংহতি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিবিড় যোগাযোগের মাধ্যমে শ্রমিকদের জীবনের গল্প সংগ্রহ করে এবং নিরলস পরিশ্রম করে একটি বিভাগ ও জেলা অনুযায়ী রানা প্লাজা ধসে নিহত ও নিখোঁজদের তালিকা তৈরি করে। এই সব লেখা-তথ্য-উপাত্ত ও ছবি নিয়েই এই ওয়েবসাইটটি Rana Plaza Massacre : An Anthology, www.athousancries.org।
ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রানা প্লাজায় নিহত রিয়াজুল খোকনের মা রাবেয়া খাতুন, নিহত সাগরিকার বোন বকুল খাতুন ও তার বাবা, নিহত শান্তার বোন সেলিনা, পঙ্গু রোজিনা আক্তার, সাদ্দাম হোসেন, ইয়ানুর, আসমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা ও রানা প্লাজার আরও অনেকে। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, হামিদা হোসেন, আনু মুহাম্মদ, সারা হোসেন, এমএম আকাশ, সিউতি সাবুর, সামিনা লুৎফা, সুস্মিতা পৃথা, শেহজাদ আরেফীনসহ আরও অনেকে। এছাড়া লেখক, শিল্পী, সাংবাদিক, অনুবাদক, আলোকচিত্রীসহ আরো অনেকেই ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রানা প্লাজা ধসের চার বছর পূর্তি উপলক্ষে ঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচি:
# ২২ এপ্রিল বিকেল ৪টায় ওয়েবসাইট উদ্বোধন, আরসি মজুমদার অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়।
# ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জুরাইন কবরস্থানে র্যালিসহ শ্রদ্ধাঞ্জলী অর্পণ।
# ২৪ এপ্রিল সকাল ৯টায় রানা প্লাজায় কাফনের কাপড় পড়ে প্রতিবাদী মিছিল, রানা প্লাজা, সাভার।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমজেএফ