ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় সুইসাইডাল ভেস্ট, বিস্ফোরক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় সুইসাইডাল ভেস্ট, বিস্ফোরক ঝিনাইদহ

ঢাকা: ঝিনাইদহ সদর উপজেলা পোড়াহাটি গ্রামে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় ব্যাপক পরিমাণ বিস্ফোরক ও বোমার সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান ছানোয়ার হোসেন। এছাড়া আস্তানায় সুইসাইডাল ভেস্ট পাওয়ার কথাও জানান তিনি।

তিনি জানান, ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম (সিটিটিসি) ইউনিটের দু’টি টিম রয়েছে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের আরো একটি টিম পাঠানো হয়েছে।

টিমটি ঘটনাস্থলে পৌঁছালে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয়ের কাজ শুরু হবে।

তবে জঙ্গি আস্তানাটিতে কোনো জঙ্গির অবস্থান নেই বলে সূত্র জানিয়েছে।

এদিকে সিটিটিস সূত্র জানায়, ওই জঙ্গি আস্তানায় একটি ৯ এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোম, রাসায়নিক কন্টেইনার, বিপুল সংখ্যক গুলি ও আইইডি/ডেটোনেটর রয়েছে।

** ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।