ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ পরীক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তার (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে সোমবার (১৭ এপ্রিল) ভোরে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

সোনিয়া বালুয়াকান্দি গ্রামের মো. শহীদউল্লাহ মিয়ার মেয়ে। তিনি ডা. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ জানায়, সোমবার ভোরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মবিল কিনতে তাদের বাড়িতে যায়। সোনিয়া তাকে মবিল দিয়ে কলপাড়ে হাত পরিষ্কার করতে ‍যান। এসময় পেছন থেকে ওই ব্যক্তি সোনিয়ার শরীরে মবিল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় সোনিয়ার মা বাদি হয়ে বুধবার রাতে অজ্ঞাত দ‍ুর্বৃত্তকে আসামি করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।