ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা ভারী বর্ষণের বন্দরনগরীতে জলাবদ্ধতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২১-২৪ এপ্রিল ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছেন অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
 
এরইমধ্যে অতি ভারী বর্ষণের কারণে বন্দর নগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


 
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ১০-১৫ কিলোমিটার ঘণ্টা অস্থায়ীভাবে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া ৩০-৪০ কিলোমিটার ঘণ্টায় বাতাস বয়ে যেতে পারে।
 
সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।     
 
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বষর্ণ হতে পারে।
 
আগামী ৩ দিন আবহাওয়ার এ প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমআইএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।