স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জসিমের মৃত্যুতে ওই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
এর আগে ওই দুর্ঘটনায় তাৎক্ষণিক দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়। জসিমের অবস্থা ছিলো আশঙ্কাজনক।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে নিহত জসিমের বড় ভাই জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে।
গত ১১ এপ্রিল (মঙ্গলবার) রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমলগরের মাসুদ আলম ও জুয়েল রানা নামের দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহত ভাইদের মামা জসিম উদ্দিন।
** ওমানে সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ ৩ বাংলাদেশির মৃত্যু
** ওমানে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
জেডএস