শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ইউনিয়নের বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন হাওলাদার ওই এলাকার মৃত ফখরুল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকন হাওলাদারের বড়ইতলায় মুদি দোকান রয়েছে। বিকেলে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় কাটাদিয়া থেকে চরকাউয়াগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস খোকনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোকন মারা যান।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএম/জিপি/এমজেএফ