শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দীন।
জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, জেলা কৃষক লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা, প্রচার সম্পাদক অরুণ ধর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাওয়াল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে আসা অতিথিদের নিয়ে কৃষক লীগের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/