নিহত নজু জিরো পয়েন্ট এলাকার মৃত আক্কেল আলীর ছেলে।
শুক্রবার (২১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর মজিদ সরণির গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় ট্রাকটি (ঢাকা-মেট্রো-হ-১৪৬১-১১) জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, শিববাড়ি থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধু বজলু ও নজু জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নজু রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোটরসাইকেল চালক বজলু রাস্তায় পড়ে আহত হন।
পথচারীরা মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকটি ধাওয়া করে নতুন রাস্তার মোড়ে জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমআরএম/এএসআর