ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
পাথরঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

থরঘাটা (বরগুনা): নিখোঁজ হওয়ার একদিন পর বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী থেকে শাকির জোবায়ের খান টুটুল (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাইনচটকী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

এর আগে শুক্রবার (২১ এপ্রিল) বিষখালী নদীর মাঝের চরে (টুলুর চর) হরিণ দেখতে যাওয়ার পথে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে নদীতে পড়ে নিখোঁজ হন টুটুল।

টুটুল ঢাকার গুলশান আবাসিক এলাকার ফিরোজ খানের ছেলে। কয়েকদিন আগে কাকচিড়ার বাইনচটকী গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি।

নিহত টুটুলের দুলাভাই মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যার দিকে কাকচিড়া ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে ভাসমান অবস্থায় টুটুলের মরদেহ উদ্ধার করা হয়।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

মরদেহ পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।