শনিবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৩ এপ্রিল) সকাল-সন্ধ্যা অবরোধ, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় সামনে অবস্থান ধর্মঘট এবং (২৬ এপ্রিল) বুধবার নানিয়াচর বাজার বয়কট করার ঘোষণা দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর ঘটনার বিচার ও তদন্তের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়।
জানা গেছে, ২৩ জানুয়ারি ভোরে নানিয়চর উপজেলার ১৮ মাইল কাঠালতলী এলাকায় দুইটি ট্রাকে চাঁদার দাবিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওইদিন ব্যবসায়ীরা নানিয়াচর থানায় পিসিবি নেতা রমেল চাকমাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। ৫ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন লোক নানিয়ারচর উপজেলা বাজার থেকে রমেলকে আটক করে নিয়ে যায়। পরদিন অসুস্থ অবস্থায় রমেলকে নানিয়ারচর থানায় পাঠানো হয়।
নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, রমেল থানায় আসার পর বুকে প্রচণ্ড ব্যথার কথা জানান। ওইদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি/এসআই