বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে বৈরী আবহাওয়ার কবলে মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।