শনিবার (২২ এপ্রিল) সিলেট এসআইইউ পরিবারের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নিজামুর রহমান ও একই বিভাগের চর্তুথবর্ষের শিক্ষার্থী মাহবুব আহমেদ রনিকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান হুমায়ন কবীর, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আলো, সিএসসি বিভাগের প্রধান খালেদ হুসাইন, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, সেকশন অফিসার বিপ্রেশ রায়, সুবিনয় আচার্য্য রাজু, চন্দন বিশ্বাস প্রমুখ।
‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়, এসো পাঠ করি, বিকৃতির তমসা থেকে আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ২০০৬ সাল থেকে বইপড়া উৎসবের যাত্রা শুরু হয়। এই বই পড়া উৎসবের আয়োজন করে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক ও লেখক আবেদ খান।
এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ইনোভেটরকেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনইউ/ওএইচ/বিএস