শনিবার (২২ এপ্রিল) বিকেলে সাকির্ট হাউসে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। এরআগে দিনব্যাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটি প্রতিনিধি দল হাওর তাহিরপুরের টাংগুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শন করেন।
মনিরুজ্জামান খন্দকার বলেন, টাংগুয়ার হাওর এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে। যে হাওরগুলোতে মাছ মড়কে আক্রান্ত হয়েছে, সেই হাওরের মাছ খাওয়া থেকে বিরত থাকা ভাল। বাতাসে যে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটি কিছু দিনের মধ্যে কমে যাবে। এই দুর্গন্ধ মূলত ধান পঁচার গন্ধ, এগুলো যদি মাটি চাপা দেওয়া যেত তাহলে আর দুর্গন্ধ ছড়াত না।
প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজমল হোসেন ভূইয়া ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্স থিসিসের ছাত্র স্বাধীন কাওসার, শাহরিয়ার ইসলাম, রাসিকুল রাসেল।
আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষার জন্য হাওরের পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছে প্রতিনিধি দলটি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি