শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার রবিউল ইসলাম ভোটের বিরুদ্ধে এ থানায় প্রায় অর্ধশত মামলা ছিল। বেশ কিছু মামলা এখনো চলমান। তার পুরো পরিবারই মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাদক বিক্রির দায়ে রবিউলসহ পরিবারের অনেকেই একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গ্রেফতার রবিউলের বিরুদ্ধে মামলার করা হয়েছে। এছাড়া পরিবারের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমবিএইচ/এসআরএস/