শনিবার (২২ এপ্রিল) দিনগত মধ্য রাত দেড়টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক অরেঞ্জ দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ও শহরের নিমণগর বালুবাড়ী এলাকার কাজী আমির হোসেনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আটক সবার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। সব প্রস্ততি শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
এর আগে শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করে। এ সময় পাশ থেকে দৌড়ে এসে কয়েকজন আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় চারজন আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের সবাইকে আটক করে থানায় নিয়ে যায়।
** দিনাজপুরে আসামি ছিনতাইকালে পুলিশসহ আহত ৪
বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআরএস