রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছানোয়ারের বাড়ি ধামরাই উপজেলার দক্ষিণ কেলিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে বাস পরিষ্কার করছিলেন হেলপার ছানোয়ার। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা এসবি লিংক পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে। এছাড়া ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই