রোববার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিউবওয়েলের পানি ও রান্নার সময় চুলার ধোয়া নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল।
গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই