রোববার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বান্ধাইখাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জনি উপজেলার নন্দোনালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনি সকালে উপজেলার বান্ধাইখাড়া বাজার সংলগ্ন শামসুল হুদা মীরের বাড়ির ছাদে রডের কাজ করছিলেন। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সঙ্গে রডের স্পর্শ হলে জনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে ছাদ থেকে নিচে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ