নাটোর: নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের মাটির নিচ থেকে একটি গ্রেনেড ও থ্রি-নট থ্রি রাইফেলের ২৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে এ গ্রেনড ও গুলি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, জালালাবাদ গ্রামের আব্দুল মান্নান তার বাড়ির পাশের একটি আম গাছ কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন।
সকালে কাঠ ব্যবসায়ী ওই আম গাছ কাটার জন্য মাটি খনন করছিলেন। এসময় গাছের শিকড়ের নিচে একটি পরিত্যক্ত গ্রেনেড ও ২৩ রাউন্ড গুলি দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এসব গুলি ও গ্রেনেড এখানে পুঁতে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।