রোববার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কিশোরীগঞ্জ থানা পুলিশ নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমনরুম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার রফিকুল ইসলাম বাবু (৫৫) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
হত্যার শিকার ওই গৃহবধূ ওই ইউনিয়নের কুটিয়ালপাড়া গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার স্ত্রী ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর ফজলে মাহমুদের মেয়ে।
সহকারী পুলিশ (সার্কেল) জিয়াউর রহমান জিয়া জানান, ছয়/সাত মাস আগে দিনমজুর বাচ্চু মিয়ার সঙ্গে খোদিজার বিয়ে হয়। স্বামী ও শ্বশুরের সঙ্গে খোদিজা থাকতেন। বর্তমানে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর দিনমজুরির কাজের জন্য কুমিল্লায় রয়েছেন। খবর পেয়ে তারা বাড়ির পথে রওনা দিয়েছেন।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও গণধর্ষণের পর গলা ও স্তন কেটে হত্যা করে বাড়ীমধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার কমনরুম ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। যারা পালিয়ে গেছে তাদের আটক করতে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ