ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
পিরোজপুরে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।  

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি এলাকার শহিদুল ইসলাম ফরিদ মহাজনের ছেলে তছলিম হাসান বাপ্পি (১৯) ও একই এলাকার ইনছাফ আলী মহাজনের ছেলে ইমরান মহাজন (১৮)।

 

সাত বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামির নাম শহিদুল ইসলাম ফরিদ মহাজন (৪৫)। তিনি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বাপ্পির বাবা।  

একই মামলায় বাপ্পিকে এক লাখ ও ইমরানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’জনকেই আরো এক বছর করে কারাদণ্ডাদেশ এবং শহিদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় একই মামলার অপর দুই আসামি তাছলিমা বেগম ও জলিল মহাজনকে খালাস দেয়া হয়।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২ জানুয়ারি রাতে বাপ্পি বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ইমরান মহাজনের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ধর্ষণ করার একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বিয়ে দেয়ার কথা বলে বাপ্পির বাবা শহিদুল মেয়েটি ও তার বাবাকে ঢাকায় নিয়ে যান। বিয়ে না দিয়ে ওই বছরের ১৯ মে ঢাকার একটি ক্লিনিকে মেয়েটির গর্ভপাত করান তিনি। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে শহিদুল তার ছেলে বাপ্পির সঙ্গে মেয়েটিকে বিয়ে না দিয়ে তাড়িয়ে দেন। পরে মেয়েটির বাবা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে একই বছরের ৩ জুন পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

পিরোজপুর সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত ধর্ষণের দায়ে বাপ্পি ও সহযোগিতা করায় ইমরানকে যাবজ্জীবন এবং গর্ভপাত করানোর দায়ে বাপ্পির বাবাকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ  ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান। আসামি পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।