ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি দমনে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জঙ্গি দমনে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি সিডরাপ মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গি দমনে বর্তমান সরকার ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর সিডরাপ মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত ‘তথ্য কর্মকর্তাদের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে দেশে যুদ্ধ চলছে।

তার ভেতরে উন্নয়নও চলছে। জঙ্গি দমন করে দেশে শান্তি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তাই, শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করছে বর্তমান সরকার। এ বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী সংবিধানের প্রতি অনুগত থেকেই সব পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, দেশ এখন ডিজিটাল হয়েছে। রাষ্ট্র এক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে। টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। দেশে ইতোমধ্যে অতিদ‍ারিদ্র্যের হার অনেকাংশে কমেছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।