ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বিজেম পরিচালিত টিভি সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বিজেম পরিচালিত টিভি সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ বিজেম পরিচালিত টিভি সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ।

ঢাকা: বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়ায় (বিজেম) টেলিভিশন সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা দু’টি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্লেইনসবোরা টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরুন নবী।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে নূরুন নবী বলেন, গণমাধ্যমে সম্প্রচারিত সংবাদ নিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

টিভি সাংবাদিক ও সংবাদ উপস্থাপকদের দক্ষতার উন্নয়নের জন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ।

বিজেম’র প্রধান উপদেষ্টা ও আরপি কনস্ট্রাকশন (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

অনুষ্ঠান পরিচালনা করেন বিজেম’র নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের।

তাত্ত্বিক ও ব্যবহারিক কোর্স দু’টি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক, টিভি সাংবাদিক এবং উচ্চারণ বিশেষজ্ঞরা।

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২১ জন নারী শিক্ষার্থীসহ মোট ৪৭ জন শিক্ষার্থী কোর্স দু’টিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরআইএস/এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।