ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রোগ নির্ণয়ে সুনামগঞ্জের পথে আইইডিসিআর প্রতিনিধি দল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
রোগ নির্ণয়ে সুনামগঞ্জের পথে আইইডিসিআর প্রতিনিধি দল  হাওরে মরে আছে হাঁস

সিলেট: রোগ নির্ণয়ে সুনামগঞ্জ হাওরের পথে রয়েছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে তাদের সুনামগঞ্জ পৌঁছানোর কথা রয়েছে, জানিয়েছেন ওই জেলার সিভিল সার্জন আশোতোষ দাশ।  

প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে মৌলভীবাজার হয়ে হাকালুকি হাওরে যাওয়ার কথা ছিল।

কিন্তু হাকালুকির চেয়ে সুনামগঞ্জে বাতাস-পানি বেশি দূষিত হওয়ায় ও প্রাণিসম্পদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে সেখানেই যাচ্ছেন তারা।  

আশোতোষ দাশ বলেন, রোগ নির্ণয়ে আমরা আইইডিসিআর বরাবর চিঠি দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে তারা আগে সুনামগঞ্জে আসছেন। এখানে তারা হাঁস-পাখি ও মাছ মারা যাওয়ার আলামত সংগ্রহ করবেন।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. মো. ইসলাম ফারুক বাংলানিউজকে বলেন, সুনামগঞ্জ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিনিধি দলের সদস্যরা আগে সেখানে যাচ্ছেন। হাওরে ইকোলজিক্যাল বিষয় ও মানবদেহে রোগ ছড়াতে পারে কিনা সে বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
 
হাকালুকি হাওরে মাছ খেয়ে মরছে হাঁস’ এ সংক্রান্ত প্রতিবেদন ১৮ এপ্রিল বাংলানিউজে প্রকাশ হয়। প্রতিবেদনে জানানো হয়, গত ক’দিনে সহস্রাধিক হাঁস মারা গেছে এখানে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।