ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বিএনপিকে হাওরাঞ্চল পরিদর্শনের আহ্বান মায়ার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
বিএনপিকে হাওরাঞ্চল পরিদর্শনের আহ্বান মায়ার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: হাওর অঞ্চলের ছয় জেলায় বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য খাদ্যের কোনো অভাব নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকায় বসে ফাঁকা বুলি না ছাড়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য দলের নেতাদেরও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুরোধ জানান তিনি।

হাওর এলাকায় অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার বিষয়ে গৃহীত কার্যক্রম এবং করণীয় নির্ধারণে রোববার (২৩ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

বন্যার্তদের জন্য অর্থ ও খাদ্য সহায়তার সরকারি উদ্যোগ তুলে ধরার পাশাপাশি মন্ত্রী বলেন, আমাদের খাদ্যের কোনো অভাব নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, একটি মানুষও যেন না খেয়ে মরে। দোয়া করবেন এই বিপদ থাকবে না। আমরা ত্রাণের কাজ চালু রেখেছি। শুধু এটা (সহায়তা) সরকার বা আওয়ামী লীগের দায়-দায়িত্ব না, এই দুর্যোগসহ যে কোনো দুর্যোগে সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাব।
 
সমালোচনাকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই দুর্যোগে অনেকে ঢাকায় বসে আমরা ফাঁকা আওয়াজ দেই। গত মাসের ২৯ তারিখ থেকে এ পর্যন্ত কোনো দলের উচ্চ পর্যায়ের একটা নেতাও হাওর অঞ্চলে পরিদর্শন করেনি, এক ছটাক চাল বা গম নিয়ে হাজির হয় নাই। আমি তাদের অনুরোধ করব, সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে মানুষের সেবায় এগিয়ে আসেন।
 
বিএনপি চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানিয়ে মায়া বলেন, খালেদা জিয়াকে অনুরোধ করব, আপনার শরীর খারাপ, অসুস্থ, যেতে পারবেন না। আপনার যারা মোটাসোটা লোক আছেন, তাদের পাঠান তারা দেখে আসুক।
 
তিনি বলেন, অন্য নেতাদেরও অনুরোধ করব, কথা বেশি না বলে চলেন সবাই মিলে দুর্গত মানুষের পাশে দাঁড়াই। আমাদের খাদ্যের কোনো অভাব নেই।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।