রোববার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক অাদেশে তাদের সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়।
পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি প্রাপ্তদের বেশিরভাগ ২২তম ব্যাচের কর্মকর্তা বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, পদোন্নতি নোটিশে নিজের নাম খুঁজতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে দেখা গেছে অনেক কর্মকর্তাকেই।
নিয়মানুযায়ী প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা পদোন্নতি পান।
গত বছরের ২৭ নভেম্বর ৫৩৬ জনকে পদোন্নতি দেওয়া হয়। ওই সময় সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিবের পদে পদোন্নতি পান ২০৫ জন কর্মকর্তা। তবে জনপ্রশাসনে পদের থেকে উপসচিবের সংখ্যা বেশি হলো বলে জানান কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭/আপডেট: ১৮২৫ ঘণ্টা
এমআইএইচ/জেডএস