রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল হোসেন, তপন সাহাসহ অন্যরা।
তপন সাহা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর হতে যাচ্ছে। কিন্তু দায়ী রানাসহ অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের শাস্তি না হওয়ায় অন্যান্য মালিকরাও সচেতন হচ্ছেন না।
তিনি আরও বলেন, গার্মেন্টসে কর্মপরিবেশ উন্নত করা হচ্ছে না। আমরা চাই না আর কোনো রানা প্লাজা হোক। আমরা দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআর/এমজেএফ