রোববার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৭ হতে শ্রমিক বিরোধী সব আইন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নেতা মো. রুস্তম আলী সরদার, নূর মোরশেদ, সাখাওয়াত হোসেন দুলাল।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি আইনের তফসিল পাস হয়েছে। তফসিলে চালককে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। চালককে ফাঁসি দেওয়া যাবে এ আইনে। ডান্ডা মেরে ঠান্ডা করার আইন পাশ করার চেষ্টা চলছে। আমরা তা কিছুতেই মেনে নিবো না।
এ ছাড়া মঙ্গলবার (০২ মে) প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান সংগঠনটির নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআইএস/এমজেএফ