রোববার (২৩ এপ্রিল) দুপুরে সাভার পৌর এলাকার রেডিও কলোনীতে এ ঘটনা ঘটে। তিশা আক্তার সাভারে তালবাগ এলাকার আমিন মোল্ল্যার মেয়ে।
নিহতের মামা ভাসান শেখ বাংলানিউজকে জানান, সকাল থেকে তিশা নিখোঁজ ছিলো। পরে তার খালার বাসার কেয়ারটেকার জানায় তার খালা লাইলী আক্তারের নাম বলে এক কিশোরী তাদের বাসায় ঢুকেছে। কিন্তু তিশা খালার রুমে না গিয়ে ওই বাসার অষ্টম তলা ছাদে যায় এবং সেখান থেকে লাফ দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার উপ পরির্দশক (এসআই) গোলাম রসুল বাংলানিউজকে জানান, মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনটি