এরমধ্যে হেলথ কেয়ার ক্লিনিককে পাঁচ হাজার, ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার ও ভুয়া সনদধারী চিকিৎসক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত ডাক্তার না থাকা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অভাব, অপারেশন থিয়েটার ও প্যাথলজি অপরিষ্কার থাকার দায়ে ওই দুই ক্লিনিকের মালিক ও ভুয়া সনদধারী একজন চিকিৎসকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বেঞ্চ সহকারী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস