প্রাণিসম্পদ বিভাগ সিলেটের অতিরিক্ত পরিচালক (লাইভ স্টক) ডা. মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিবেদন না আসলেও রোববার (২৩ এপ্রিল) ঢাকার পশুরোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্র থেকে তাকে ফোনে এমন তথ্য জানানো হয়েছে।
তবে আরও কোনো রোগ রয়েছে কিনা-তা উদঘাটন করতে গবেষণা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম দূষিত পানি, মরা মাছ খেয়ে ডার্কপ্লেগ বা ডায়রিয়াজনিত কারণে হাঁসে মড়ক দেখা দিয়েছে। সেজন্য সিলেট ও সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর থেকে দু’টি করে মরা হাঁসের স্যাস্পল ঢাকায় পাঠানো হয়েছিল।
সিলেট বিভাগে ৩ হাজার ৯০৩টি হাস মারা গেছে। প্রতিটি হাঁসের দাম ২শ’ টাকা হিসেবে ৭ লাখ ৮০ হাজার ৬শ’ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসাব দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনইউ/জেডএস