রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না বিশ্বাস সূর্যদিয়া গ্রামের সুদেব বিশ্বাসের মেয়ে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন মজুমদার বাংলানিউজকে জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি সূর্যদিয়া এলাকা অতিক্রম করার সময় রত্না বিশ্বাস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আ. গফুর খান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ