রোববার (২৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কওমী মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল।
কওমী মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের কোনো মিল রয়েছে কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের সঙ্গে কওমী মাদ্রাসার স্বীকৃতির কোনো মিল নেই।
এ সময় স্থানীয় এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণিসহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ