রোববার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাককে আটক করা হয়।
আটক রাজ্জাক নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সালেনগর এলাকার ফজল মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, জেলা পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশনায় সারাদেশের মতো নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফতুল্লা থানা পুলিশ প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
দুপুরে সাইনবোর্ড এলাকার পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৫শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জেডএস