ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহাদত হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন উপজেলার বেড়বাড়ি কলাবাগান এলাকার মো. শামীম বেগের ছেলে।

সে নলুয়ার সান একাডেমি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বোয়ালী বাজার হয়ে বাড়ি ফিরছিল শাহাদত। পধে নলুয়া আড়ালিয়াপাড়া মসজিদ মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় শাহাদত। এ অবস্থায় শাহাদতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।