কুষ্টিয়া জেলা প্রশাসন কাউন্সিলের অনুমতি না দেওয়ায় ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (২৩ এপ্রিল) জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেছিল। সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন জেলা সম্মেলন জেলাতেই অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু জানান, সম্মেলন জেলাতেই আয়োজন করার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সকল উপজেলা ও পৌর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করে জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করতে বলেছেন। জেলার সব উপজেলা ও পৌর কমিটির সব সদস্যদের নিয়েই সম্মেলন করতে হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনটি