ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেয়ে ওএসডি প্রাথমিকের সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
পদোন্নতি পেয়ে ওএসডি প্রাথমিকের সচিব

ঢাকা: ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে সচিব পদে পদোন্নতি দেয়। রেওয়াজ অনুযায়ী পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় আসিফ-উজ-জামানকে।


 
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তা জানানো হয়নি।
 
সাধারণত পদোন্নতি দিয়ে ওএসডি করার সঙ্গে সঙ্গে আলাদা আদেশে পদায়ন করা হয়।
 
গত বছরের ৩১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।