রোববার (২৩ এপ্রিল) দুপুরে চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- এসএস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক আ. ছালাম, চাখার ফজলুল হক কলেজের ডিগ্রির ছাত্র সুব্রত বালা, আরিফুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আজিজ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালে কেন্দ্র ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বের করার সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমএস/জিপি/জেডএস