এরইমধ্যে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান মাঠ প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, ৩০ এপ্রিল অনুষ্ঠিত ওই নির্বাচনে অনিয়মের কারণে চারটি ওয়ার্ডের দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচনের দিন ৭ নম্বর ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড এবং ২১ ও ২৭ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে ৭ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের সদস্যদের জন্য ৮১ নম্বর কুমিল্লা সরকারি সিটি কলেজ (কেন্দ্র নম্বর-২) ও ১০১ নম্বর চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। এরইমধ্যে তার নির্বাচিত হওয়ার গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইইউডি/এইচএ/