রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা বসে।
মেলার উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী নিয়ে ২০টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে মেলা। চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমজেএফ