রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মো. শরফুদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া এলাকার কামালের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় পুলিশ নগদ ১৭ লাখ ৫৫ হাজার টাকা, ২ হাজার ৫শ’ দিরহাম, ৫৫ পিস ইয়াবা ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কদমতলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিমির বাবা হেলাল উদ্দিন (৫০) ও তার ছোট ভাই বিকি (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. সরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিমি বড় একটি ইয়াবার চালান লেনদেন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জিমি সটকে পড়লেও তার বাবা ও ছোট ভাইকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জিমি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছে। জিমির বিরুদ্ধে মায়ানমার থেকে সরাসরি ইয়াবার চালান এনে ব্যবসা করা ও দেশে ইয়াবা তৈরির অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জেডএস