ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

উলিপুরে আন্তর্জাতিক বই দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
উলিপুরে আন্তর্জাতিক বই দিবস উদযাপন উলিপুরে আন্তর্জাতিক বই দিবস উদযাপন

ঢাকা: কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক বই দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দিনটি উপলক্ষে সেকায়েপ অর্ন্তভুক্ত প্রতিষ্ঠানগুলোতে র‌্যালি, পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা, দেয়াল পত্রিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ২০১৬ সালের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়।

মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক বই দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ সেবক মো. আব্দুল মজিদ হাড়ীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন- প্রোগ্রাম অফিসার মো. হুমায়ুন কবির, ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।