রোববার (২৩ এপ্রিল) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্লানে নির্মাণ প্রকল্পের আওতায় ৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ঝিনাইগাতী থানার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা জনতার শক্তিতে বলীয়ান, জনতা চায় বলেই আমরা আজ এ জায়গায় আছি। কে বাধা দিল, কে কি বলল, সেগুলো আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না, মানেনও না। কাজেই আমরা মনে করি আমাদের কাছে কোনো বাধাই বাধা না। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করবই।
শেরপুরের জেলা পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গণির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন নাহার কামাল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ