মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান।
বুড়িগঙ্গা মানেই কালো পানির স্রোত।
শেখ হাসিনার ভারত সফরে দেশটির সরকারের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় যে ঋণসহায়তা দেওয়ার কথা তার অধীনেই দূষণমুক্ত করতে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে চলছে এর সম্ভাব্যতা যাচাই। দুই দেশের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছেন। এটা শেষ হলে ভারত সরকার টেন্ডার আহ্বান করবে। টেন্ডার পাস হলে শুরু হবে ঢাকাবাসীর বহু আকাঙ্ক্ষিত বুড়িগঙ্গা দূষণমুক্ত করার কাজ।
শুধু দূষণমুক্তই নয় ভারতের গঙ্গা নদীর মতো সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে এ প্রকল্পের আওতায়। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর আদলে গড়া হচ্ছে। কাজ শেষও হয়েছে অনেকটাই। প্রতিদিন হাজার হাজার মানুষ এখন সকাল-বিকেল কাটান গঙ্গাপাড়ে। প্রশস্ত ফুটপাত, বোটিং, খাবার-দাবারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে সেখানে। সেই আবর্জনার ভাগাড় হয়ে থাকা গঙ্গা নদী এখন অচেনা।
ভারতের অর্থ সহায়তায় বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত হলে ঢাকা শহরের মানুষের বিনোদনের বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধারা পাবেন ৫ বছরের ভারতীয় ভিসা
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এএ