মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ডা. মনিরুজ্জামানের মৃত্যু হয়। এ খবর বাংলানিউজকে জানিয়েছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান।
দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হেডক্লার্ক আলমগীর হোসেনের বাড়িতে দাওয়াত খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ডা. মনিরুজ্জামান ও জোবাইদা। অসুস্থ হয়ে পড়েন আলমগীরও। তাদের শজিমেকে আনার পর ৯টার দিকে মারা যান জোবাইদা। এরপর মারা গেলেন মনিরুজ্জামান। চিকিৎসাধীন হেডক্লার্ক আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা হেডক্লার্ক আলমগীর হোসেনর বাসভবনে দাওয়াত খান। বিকেলের দিকে ডা. মনিরুজ্জামান, জোবাইদা ও আলমগীরসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে শজিমেকে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জোবাইদা ও ডা. মনিরুজ্জামানের মৃত্যু হয়। খবর পেয়ে সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা শজিমেক হাসপাতালে ছুটে গেছেন।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি/এইচএ/
** সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় সেবিকার মৃত্যু