ইতোমধ্যে জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনীর একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। সকাল পৌনে ৮টার দিকে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা।
সিটিটিসির ধারণা, বাড়িতে আবু বক্কর নামে এক জঙ্গি ও তার স্ত্রী রয়েছেন।
চাঁপাইয়ের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাজশাহী থেকে এরইমধ্যে বিশেষ ফোর্স ঘটনাস্থলে এসেছে। এছাড়া ঢাকা থেকে রওয়ানা দিয়েছে সোয়াট টিম।
নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসএস/আইএ