বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-২ নম্বরে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন।
ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দূতাবাসের সামনের ফুটপাতগুলো দখলমুক্ত করার ফলে এখন মানুষ হাঁটাচলা করতে পারবেন।
তিনি বলেন, অভিযানের শুরুতেই আমরা অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে থেকে ট্রি-প্লান্টগুলো সরিয়ে একটি ফুটপাত দখলমুক্ত করেছি। দূতাবাসের আরেকটি ফুটপাতে কিছু পিলার রয়েছে যা, মাটির নিচে ৬ ফুট পর্যন্ত দাবানো। তাই এগুলো একদিনে সরানো সম্ভব নয়। অস্ট্রেলিয়ান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ মে’র মধ্যে এ পিলারগুলো সরিয়ে নেবে।
তিনি আরও বলেন, দূতাবাস কর্তৃপক্ষকে আমরা নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি। তাদের আমরা বলেছি, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হলে দূতাবাসের সামনে একটি পুলিশ বক্স হবে। যাতে করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়। এছাড়া ফুটপাতগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজও আমরা করবো।
এসব উচ্ছেদ অভিযানে দূতাবাসগুলোর সম্মতি আছে বলেও তিনি জানান।
এ সময় ডিএনসিসি'র প্রধাম প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামসহ ডিএনসিসি'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
**অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে উচ্ছেদ অভিযান চলছে
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬,২০১৭
এমএ/জেডএস