ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার শপথ ৩২ হাজার শিক্ষার্থীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার শপথ ৩২ হাজার শিক্ষার্থীর শপথ নিচ্ছে শিক্ষার্থীরা।

রংপুর: রংপুরের বদরগঞ্জে মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার শপথ নিয়েছে ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩২ হাজার শিক্ষার্থী।  

বুধবার (২৬ এপ্রিল) সকালে বদরগঞ্জ থানার আয়োজনে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

‘‌মাদকমুক্ত রংপুর, এটাই মোদের অঙ্গীকার’ ও ‘মাদক থেকে মুক্তিতে, লড়বো মোরা একসাথে যুক্তিতে ও শক্তিতে’- প্রতিপাদ্যে শপথ নেয় শিক্ষার্থীরা।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশান, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বদরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।