ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর এলাকাকে 'দুর্গত এলাকা' ঘোষণার দাবি সুজনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
হাওর এলাকাকে 'দুর্গত এলাকা' ঘোষণার দাবি সুজনের জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হাওর এলাকার হাহাকার’ শীর্ষক সংবাদ সম্মেলন। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে 'জাতীয় দুর্গত এলাকা' ঘোষণার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার (২৬ এপ্রিল)  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হাওর এলাকার হাহাকার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, হাওর অঞ্চলের ২ কোটি মানুষের জীবন জীবিকার তাগিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সভাপতি থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করুন।

যাতে সুষ্ঠু তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রদান করবে। সেই সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে স্থায়ী সমাধান করতে হবে।

সুজনের সভাপতি এম হাফিজউদ্দীন বলেন, হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে এসব এলাকায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড যে দুর্নীতি করছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজনের জাতীয় কমিটির সদস্য অধ্যাপক স্বপন আদনান প্রমুখ।

সুজনের সমন্বয়কারী সানজিদা হক বিপাশা লিখিত বক্তব্যে বলেন, সুনামগঞ্জসহ পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ সব এলাকার কৃষকদের বাঁচিয়ে রাখতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরছি।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর ২২ ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দুর্গত ঘোষণা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে কৃষকদের জরুরি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং আগামী বৈশাখী ফসল তোলা পর্যন্ত এসব এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রস্তাব করছি।

এছাড়া বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া, দুর্নীতির অর্থ সরকারি কোষাগারে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া, ফসল রক্ষা বাঁধগুলো মেরামত করা এবং ফসল রক্ষা বাঁধকে যুগপোযোগী করে স্থায়ী ও টেকসই সমাধান করার দাবি জানাচ্ছি।

পাশাপাশি কৃষকের পাশাপাশি মৎস্য আহরণকারীদের পুনর্বাসনের আওতায় আনা এবং দুর্যোগ কাটাতে জরুরি ভিত্তিতে স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।